গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাটক পাখি সকল দর্শকের নজর কাড়বে


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে মঞ্চস্থ হলো গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নতুন নাটক “পাখি”। নাট্যকার মনোজ মিত্র। অসংখ্য প্রতিকূলতাকে উপেক্ষা করে, এক মধ্যবিত্তের স্বপ্নের আকাশে উড়াল দেবার বাসনাকে কেন্দ্র করে নির্মাণ করেছেন পাখি নাটক। সে আকাশ ছোটো আকাশ, স্বপ্নও ছোটো, তবুও স্বপ্ন পূরণে অজস্র বাধা। নিদারুণ প্রচেষ্টায় প্রতিকূলতা কাটিয়ে উঠতে উঠতে নাটক পৌঁছে যায় ক্লাইমেক্সে। সেলসম্যান নীতিশের সাধ হয়েছিল সে অন্তত একদিন আরশোলা থেকে পাখি হবে । উড়াল দেবে দীর্ঘদিনের কল্পনার আকাশে । বিয়ের পর নীতিশ আর শ্যামা ছিল সুখী দুই পাখির মতই। কিন্তু অভাবের পেষণ তাদের শেষ করে দিয়েছে। সেদিন ছিল ৭ই ফাল্গুন, নিতিশ চেয়েছিল জীবনে সে একটা দিন আরশোলা থেকে পাখি হবে, তাই বিবাহ বার্ষিকীর দিনে আয়োজন করেছিল স্বপ্ন পূরণের সেই মুহূর্ত। কিন্তু যাদের জন্য আয়োজন, তারাই শেষ পর্যন্ত আসে না, কারন তারা নীতিশকে করুনা করতে চায়। মুহূর্তের মধ্যে সব আয়োজন নষ্ট করে দেয় নীতিশ । যন্ত্রণায় ছটফট করতে থাকে, তার আর পাখি হওয়া হলো না, কিন্তু শ্যামা তার সহমর্মিতায় স্বার্থক করে তোলে তাদের ৭ই ফাল্গুনকে। জীবন অধিকারীর বুদ্ধিদীপ্ত পরিচালনায় নাটকটি ইতিমধ্যেই দর্শক মহলে উচ্চ প্রশংসিত হয়েছে। আস্তিক মজুমদারের আবহ সংগীত এবং সঞ্জয় নাথের আলো নাটকটিকে অন্য মাত্রা এনে দিয়েছে। অবিন দত্ত ও সুব্রত কর্মকারের মঞ্চ বেশ মানানসই । শ্যামা চরিত্রে আল্পনা দাসের সাবলীল অভিনয় দর্শকদের অনেক দিন থাকবে। উকিল চরিত্রে শ্রাবনী সাহার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। গোপালের ভূমিকায় অবিন দত্ত চমৎকার অভিনয় করেছেন। নীতিশের চরিত্রে অভিনয় করেছেন নির্দেশক জীবন অধিকারী। তার অভিনয়ে জাদু আছে আরও একবার প্রমাণিত হলো এবং তার সুমধুর কণ্ঠে গান এই নাটকের একটি অমূল্য সম্পদ। নাবিক নাট্যমকে অনেক ধন্যবাদ মনে রাখার মত একটি প্রযোজনা উপহার দেবার জন্যে।

Indrajit Aich: Recently Gobardanga Navik Natyam’s new play “Pakhi” was staged at Gobardanga Sanskarti Kendra. Playwright Manoj Mitra. Pakhi Natak is based on a middle-class man’s desire to fly in the sky, ignoring numerous adversities. The sky is small, the dream is also small, but there are many obstacles to fulfill the dream. The play reaches its climax with a desperate effort to overcome adversity. Salesman Nitish was convinced that he would be a bird from Arshola at least one day. Will fly in the sky of long imagination. After marriage, Nitish and Shyama were like two happy birds. But the grind of scarcity has finished them off. That day was the 7th of Falgun, Nitish wanted to become a bird from Arshola one day in his life, so on the day of the wedding anniversary he organized the moment of fulfilling his dream. But those for whom the arrangements are made, they don’t come in the end, because they want to please Nitish. Nitish ruined all arrangements in a moment. Screaming in agony, he no longer has to be a bird, but Shyama makes their 7th Falgun self-interested in his compassion. Jeevan Adhikari’s brilliant direction, the drama has already been highly appreciated by the audience. Ambiance music by Astik Majumder and lighting by Sanjay Nath have given the drama another dimension. Abin Dutt and Subrata Karmakar’s staging is quite fitting. Alpana Das’ eloquent performance as Shyama will stay with the audience for a long time. Shrabni Sahar’s performance as a lawyer has caught the attention of the audience. Avin Dutt played the role of Gopal very well. Director Jeevan Adhikari played the role of Nitish. Her acting magic is proven once again and her melodious singing is an invaluable asset to this drama. Many thanks to Navik Natyam for giving us a memorable production

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights