অসহায়দের পাশে ঘর‌ ছাড়া‌


নিজস্ব প্রতিবেদনঃ যাদের‌ কেউ নেই তাদের পাশে আছে ঘর ছাড়া ‌। মানুষের পাশে মানুষের সাথে সেবার‌ ব্রত‌ নিয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেছে প্রিয়াঙ্কা‌ সরকারের মতো উদ্যমী‌ যুবতীরা‌।কথায় বলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে‌ না‌ ‌।সেই সহানুভূতি‌ই নিয়েই মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছে ঘর ছাড়া নামক এই সামাজিক সংগঠন ‌।যাদের‌ পথ‌ চলা‌ শুরু হয়েছিলো লক‌ ডাউনের‌ সময়‌ থেকে আজ তারা অনেকে মিলে একটা পরিবার‌। অসহায় মানুষের হাতে খাদ্য‌ তুলে দেওয়া থেকে আগামী দিনে আর‌ও বিভিন্ন ধরনের সামাজিক কাজেও পাশে থাকতে চায় ঘর‌ ছাড়া‌ ‌।গাছে জল দিয়ে এই মহতী উদ্যোগের সুচনা করেন বেলুড়‌ রামকৃষ্ণ মিশন বিদ্যাপিঠের‌ অধ্যক্ষ‌ স্বামী মহা প্রজ্ঞানন্দ‌ মহারাজ ‌।‌

Own report: Those who have no one are without a home. Enthusiastic young women like Priyanka Sarkar have pledged to work alongside people with a vow of service. As the saying goes, can’t people have a little sympathy for people’s lives. It is with that sympathy that this social organization called Ghar Chila has made a commitment to be with people. Organizations whose journey started during the lock down are now a family. Swami Maha Pragyananda Maharaj, principal of Belur Ramakrishna Mission Vidyapith, introduced this great initiative by giving food to the helpless people and doing more social work in the future.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights