৫ থেকে ৯ ই মে এই প্রথম অনুষ্ঠিত হবে ধর্মতলায় ধর্ম ঠাকুর পুজো মহোউৎসব ২০২৩


ইন্দ্রজিৎ আইচঃ আগামী ৫ ই মে থেকে ৯ ই মে ধর্মতলায় এই প্রথম অনুষ্ঠিত হবে ধর্ম ঠাকুর পুজো মহো উৎসব। এই উৎসব উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাসবিহারী এভিনিউয়ের মহানির্বাণ মঠের প্রেসিডেন্ট শ্রীমত স্বামী সর্বনন্দ অবধূত মহারাজ জানালেন যেহেতু আমাদের কলকাতা র ধর্মতলা প্রাচীনকাল থেকে পূণ্য ভূমি, এখানে সর্বজনীন দুর্গা পুজো হয়, বঙ্গের শক্তি পিঠ, পাশে গঙ্গা নদী, এপারে কলকাতা আর ওপারে হাওড়া, অনেক ইতিহাসের সাক্ষী তাই সব মিলিয়ে এই প্রথমবার এই সব কারণে ধর্মতলা খুব গুরুত্ব পূর্ন স্থান। তাই এই ধর্ম ঠাকুর পূজা মহোউৎসব অনুষ্ঠিত হবে ধর্মতলায় বিভিন্ন জায়গায়। এই ৫ দিনের উৎসবে মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বঙ্গের বিভিন্ন মঠের , মিশনের ,আশ্রমের , সঙ্ঘ, ইসকন ও বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান এর সাধু, সন্ন্যাসী উপস্থিত থাকবেন। আসবেন খেলোয়াড়, শিল্পী, সংস্কৃতি জগতের বহু গুণী মানুষ ও হবে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী। হবে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন প্রসাদ মহারাজ, নিরগুনা নন্দ মহারাজ সহ আরো অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের মহারাজ। এই উৎসবের আয়োজক হলেন ধর্মতলায় ধর্ম ঠাকুর পুজো মহো উৎসব কমিটি এবং বঙ্গ কুম্ভ মেলা পরিষদ।Indrajit Aich: Dharma Tagore Puja Maha Utsav will be held for the first time in Dharmatala from May 5 to May 9. In a press conference at the Calcutta Press Club on the occasion of this festival, the President of Mahanirvana Math, Rasbihari Avenue, Shrimt Swami Sarbananda Avadhuta Maharaj said that since our Kolkata Dharmatala is a holy land since ancient times, the universal Durga Puja is performed here, the Shakti Pith of Bengal, the Ganga river on the other side, Calcutta on the other side and Howrah on the other side, Dharamtala is a very important place for all these reasons, witnessing a lot of history. So this Dharma Tagore Puja festival will be held at different places in Dharmatala. In this 5-day festival, saints and monks of various monasteries, missions, ashrams, Sanghs, ISKCON and various religious institutions of Bengal will be present in the Mangalik ceremony. Players, artists, many talented people from the world of culture will come and there will be a photo and video exhibition. There will be various cultural events. Prasad Maharaj, Nirguna Nanda Maharaj and many other religious organizations were present at the press conference at Calcutta Press Club today. This festival is organized by Dharmatalay Dharma Tagore Puja Maha Utsav Committee and Banga Kumbh Mela Parishad.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights