হোমিও স্রস্টা ডাক্তার হ্যানিমানের ২৬৯ তম জন্মদিন পালন


পাঁচু গোপাল বিশ্বাস:- বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হোমাই অশোকনগর ইউনিটের পরিচালনায়, অশোকনগর প্রজ্ঞানন্দ সরস্বতী সেবা সদনের চক্ষু বিভাগ সংলগ্ন হ্যানিমানের মূর্তির পাদদেশে। হোমিও স্রস্টা ডাক্তার হ্যানিমানের ২৬৯ তম জন্মদিন পালন করা হল। প্রথমেই উপস্থিত সকলে হ্যানিমানের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন। আই এম এ অশোকনগর ইউনিটের সম্পাদক ডাঃ সুজন সেন বলেন জনসাধারণের মধ্যে জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলা খুব দরকার। ডাক্তার হ্যানিমানের জীবনী ও চিকিৎসার বিভিন্ন বিষয়ের উপর হোমাই অশোকনগর ইউনিটের সম্পাদক সুকান্ত মজুমদার,ডা: চন্দন ঘোষ, ডাঃ অভিজ্ঞান চক্রবর্তী, হোমাই হাবড়া ইউনিটের সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র দেবনাথ, সহ উপস্থিত সকল ডাক্তারবাবু ও বিশিষ্ট ব্যাক্তি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ডাঃ প্রদীপ মুখার্জী রচিত কবিতা আবৃত্তি করে সুপ্রিয় বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হোমাই অশোকনগর ইউনিটের সভাপতি ডাঃ শ্যামল ভট্টাচার্য্য এবং সঞ্চালনা করে ডাঃ স্বপন কুমার রায় চৌধুরী।

Panchu Gopal Biswas:- Under the direction of Homai Ashokanagar Unit on World Homeopathy Day, at the foot of the Hahnemann Statue adjacent to Ophthalmology Department of Prajnananda Saraswati Seva Sadan, Ashokanagar. The 269th birthday of Dr. Hahnemann, the founder of homeopathy, was celebrated. First, all those present offered garlands and garlands to Hahnemann’s statue. IMA Ashoknagar Unit Secretary Dr. Sujan Sen said it is very important to build a public health movement among the masses. Dr. Sukanta Majumdar, Editor of Homai Ashoknagar Unit, Dr. Chandan Ghosh, Dr. Abhishyan Chakraborty, President of Homai Habra Unit, Dr. Narayan Chandra Debnath, and all other doctors and eminent persons present on Dr. Hahnemann’s biography and various medical issues. The highlight of the program was the recitation of poems written by Dr. Pradeep Mukherjee by Supriya Biswas. The entire program was presided over by Dr. Shyamal Bhattacharya, President of Homai Ashoknagar Unit and moderated by Dr. Swapan Kumar Roy Chowdhury.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights