কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো লেজেন্ড অফ পানিহাটি ও জিনিয়াস অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩


kolkata : প্রতিবছরের মতন এবারও শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হলো বাংলা শিল্পী, লেখক, সমাজকর্মী সমিতি ও ডাক্তার ফণিভুষন সেনগুপ্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে লেজেন্ড অফ পানিহাটি ও জিনিয়াস অফ বেঙ্গল ২০২৩ এর সন্মান প্রদান অনুষ্ঠান। সমাজে লাইম লাইটে না আসা অথচ যারা প্রতিভাবান শিল্পী, লেখক, সম্পাদক, সমাজ কর্মী, অভিনেতা, আবৃত্তি শিল্পী আছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ও লিটিল ম্যাগাজিন এর অন্যতম পথিকৃৎ প্রয়াত সন্দীপ দত্ত স্মরণে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হল। এই বিষয়ে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি মিলন বসু ও আইনজীবী প্রদীপ বড়াল জানালেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা আমাদের সমাজের প্রতিভাবান মানুষদের মেমেন্ট , উত্তরীয়, মানপত্র, সার্টিফিকেট ও একটি ব্যাচ দিয়ে সংবর্ধনা জানায়। এই বছর এই সন্মান পেলেন সাংবাদিক, সম্পাদক ও লেখক ইন্দ্রজিৎ আইচ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কেকা আইচ, বিখ্যাত রন্ধন শিল্পী ও রন্ধন বিশারদ এবং লেখিকা কল্পনা মিত্র। কেকা আইচের হয়ে এই সন্মান মঞ্চে অতিথিদের হাত থেকে এই সন্মান গ্রহণ করেন আশিষ মিত্র। অন্যান্যদের মধ্যে এই সন্মান পেলেন রমেশ রায়, , আইনজীবী ড: শেখ শাহনওয়াজ মোল্লা, তৃপ্তি ভট্টাচার্য্য, কৃষ্ণ বালা, ডাক্তার পথিক মন্ডল সহ সমাজের বহু গুণী মানুষ। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাঁটু বাবা, অশোক দাস, মিলন বসু, প্রদীপ বড়াল, গোপাল তালুকদার, সৈকত বসু সহ আরো অনেক ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে কেউ গান করেন, কেউ আবৃত্তি করেন। সবমিলিয়ে জমে উঠেছিলো এই সন্মান প্রদান অনুষ্ঠান ।

kolkata: Like every year, the Legend of Panihati and Genius of Bengal 2023 felicitation ceremony was held at the Sealdah Krishnapada Ghosh Memorial Trust Building under the initiative of Bengali artist, writer, social worker association and doctor Phanibhushan Sengupta Memorial Welfare Foundation. Talented artists, writers, editors, social workers, actors, recitalists who are not in lime light in the society are felicitated. This year marks the 75th year of India’s independence and the commemoration of late Sandeep Dutt, one of the pioneers of Little Magazine. In this regard, the main organizers of this program, poet Milan Basu and lawyer Pradeep Baral, said that for many years, they have felicitated the talented people of our society with mementos, northerns, standards, certificates and a batch. Journalist, editor and writer Indrajit Aich, Rabindra Sangeet artist Keka Aich, renowned culinary artist and culinary expert and writer Kalpana Mitra have received this honor this year. Ashish Mitra accepted this honor from the guests on behalf of Keka Aich. Ramesh Roy, Lawyer Dr. Sheikh Shahnawaz Mollah, Tripti Bhattacharya, Krishna Bala, Doctor Pathik Mandal among others received this honor. Many other personalities including Gani Baba, Ashok Das, Milan Bose, Pradeep Baral, Gopal Talukdar, Saikat Bose were present on the stage as special guests. In this event, some sing, some recite. All in all, this honoring ceremony was packed.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights