[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/Mb8AbWfYOzk” align=”center”][vc_column_text]মালদা,১৮ ডিসেম্বর : বুধবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। ভারত সহ মোট সাতটি প্রতিবেশী দেশের প্রতিনিধিদের নিয়ে সার্ক কালচার সোসাইটি। নাচ, গান, নাটক, চিত্রশিল্পী, সাংবাদিক সহ মোট মালদা জেলার ২৪ জন খ্যাতিসম্পন্ন শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে সংগঠনের পক্ষ থেকে। আগামী ২১ এবং ২২ ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়াম এর সানাউল্লাহ মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সার্ক দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে মেলবন্ধনের বার্তা দেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুদর্শন হালদার, সভাপতি পার্থসারথী ঝা, সম্পাদক বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!