সরকারি রেকর্ডে তা চলাচলের রাস্তা হিসাবে উল্লেখ থাকলেও পরবর্তী সময়ে হয়েছে জবরদখল

VideoCapture_20220118-230939

বলরাম হালদার ,পুরুলিয়া:-এক সময় ছিল দুই রাস্তার সহজে যোগাযোগ মাধ্যম। সরকারি রেকর্ডে তা চলাচলের রাস্তা হিসাবে উল্লেখ থাকলেও পরবর্তী সময়ে হয়েছে জবরদখল।তাই বরাবাজার রোডের পুরানো রাস্তা খুলে দিয়ে তাতে সঠিক নিকাশী ব্যবস্থা এবং পথ চলাচলের জন্য পাকা রাস্তা নির্মাণের দাবিতে সরব হলেন বলরামপুর মনসা মন্দির এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষজনদের দাবি বরাবাজার রোডে মনসা মন্দির থেকে হনুমান গলির সাথে সহজে যোগাযোগের জন্য এখানে একটি রাস্তা ছিল এবং রাস্তার পাশে নিকাশী নালাও ছিল। বর্তমানে নিকাশী নালার কিছুটা অংশ থাকলেও চলাচলের পথ দুজন ব্যক্তি দখল করে নিয়েছে, যার জেরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। লিখিতভাবে রাস্তাটি খোলা এবং নিকাশী নালার তৈরি করার কথা বলা হয়েছিল ।কয়েকদিন আগে নিকাশী নালার পরিষ্কারের কাজ শুরু করেছে ব্লক থেকে এবং এর জন্য নাকি দু লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী সিং সর্দার জানান এটা বলরামপুর পঞ্চায়েত সমিতি থেকে পরিষ্কার ও মেরামতের কাজ চলছে। তাই এ বিষয়ে কিছু বলতে পারবোনা।পঞ্চায়েত সমিতি থেকে জানা গেছে আপাতত নিকাশী নালাটি পরিষ্কার করে এলাকায় মানুষের সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।তবে পরে রাস্তাটি নিয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights