গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আগামী ২৭ তারিখ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তাই জেলায় জেলায় জোর কদমে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এদিন নদীয়ার মন্দির নগরী নবদ্বীপ ধামে দলীয় প্রার্থির প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন শহরে স্টেশন সংগ্লগ্ন দলিয় পার্টি অফিস থেকে ” পদ সঞ্চালন যাত্রা ” -র মাধ্যমে পদ যাত্রার আয়োজন করে বিজেপি। পরে তা শহরের প্রাচীন মায়াপুর বাস স্ট্যান্ডে শেষ হয়ে। এদিনের পদযাত্রায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন শহরের ২৪টি ওয়ার্ডের বিজেপি প্রার্থী, সহ দলের একাধিক পদাধিকারী ও কর্মি সমর্থক। পদযাত্রা শেষে জন্মস্থান আস্রমেও দর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন রাজ্যের হয়ে যাওয়া পুর নিগম গুলোর ভোটে সন্ত্রাসের বাতাবরণে ভোট হয়েছিল। পাশাপাশি তিনি নবদ্বীপ পুরসভা সহ বাকী পুর সভা গুলোতেও বিজেপির ফল ভাল হবে, বলেও জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!