মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:কোচবিহার জেলা পুলিশের নির্দেশে রবিবার দুপুরে হলদিবাড়ি শহরের স্বদেশ মোড়ে অভিনব উদ্যোগ নেয় হলদিবাড়ি থানার ট্রাফিক পুলিশ । দুর্ঘটনায় এড়াতে প্রত্যেক বাইক,সাইকেল এর পেছনে রিফ্লেক্ট ট্যাগ লাগানো হয় । যাতে , দূরের থেকে কোন যানবাহনের চালক বুঝতে পারে । এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতি মানুষদের লিফলেট বিলি ও বাইক সহ বিভিন্ন ছোট , বড় গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয় । এইদিন যে সমস্ত টোটোর সামনের হেডলাইট বা পেছনের ব্যাক লাইট নেই তাদেরকেও সাবধান করা হয়। যাতে তারা সেই লাইট গুলি জ্বালিয়ে রাখে। পাশাপাশি ট্রাফিক আইন মানার পরামর্শ দেওয়া হয়। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে খুশি যানবাহন চালকেরা। হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মহম্মদ হাফিজুদ্দিন জানান তাদের এমন উদ্যোগ লাগাদার জারি থাকবে।
Thank you for reading this post, don't forget to subscribe!