উত্তরবঙ্গঃ বানারহাট ব্লকের দুরামারি এলাকায় ভাল্লুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভাল্লুকের আনাগোনা দেখা গিয়েছে। এবার বানারহাট এ ভাল্লুকের আগমনে আতঙ্কগ্রস্থ এলাকার মানুষজন। এলাকার এক ব্যক্তি প্রথম একটি কালো জন্তু দেখতে পায়। পরে স্থানীয়রা ভাল্লুক হিসেবে চিহ্নিত করে ওই জন্তুটিকে। ভাল্লুক দেখতে ভিড় জমাতে থাকে স্থানীয়রা। খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়ার্ডে তৎক্ষণাৎ বনকর্মীরা ভাল্লুক টিকে জাল দিয়ে ঘিরে ফেলে। এবং ঘুমপাড়ানি গুলি করে ভালুক টিকে উদ্ধার করা হয়। বন দপ্তর সূত্রে খবর, ভাল্লুক টি ব্ল্যাক বিয়ার প্রজাতির। এবং মাঝবয়সি । পরবর্তী সময়ে ভাল্লুক টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর।
Thank you for reading this post, don't forget to subscribe!