করিমপুরবাসীর জন্য সুখবর


করিমপুরঃ অবশেষে করিমপুরবাসীর জন্য সুখবর। রেলওয়ে দপ্তর থেকে জারি ফাইনাল লোকেশন সার্ভে। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেলপথের চূড়ান্ত সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে রেল দপ্তর থেকে। এ বিষয়ে বরাদ্দ করা হয়েছে দু কোটি টাকা। এ বিষয়ে মতামত প্রকাশ করেছেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ,করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ চট্টোপাধ্যায়, এবং স্থানীয় এক বাসিন্দা।

Thank you for reading this post, don't forget to subscribe!

Karimpur: Finally, there is good news for the people of Karimpur. The final location survey issued by the Railway Department. The railway department has ordered a final survey of the railway line from Krishnanagar to Karimpur. Tk 2 crore has been allocated in this regard. Krishnanagar MP Mahua Moitra, Karimpur Block No. 1 Trinamool Congress president Ashish Chatterjee and a local resident expressed their views on the issue.

About The Author


Verified by MonsterInsights