মালদা: মালদা জেলা গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সহযোগিতায় জেলা জুড়ে সচেতনতা প্রচারের লক্ষ্যে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য এই ট্যাবল জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালাবে। তার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ হোক, কুসংস্কার বন্ধ হোক সহ নানা বিষয়েও সচেতনতা চালাবে এই ট্যাবলো।