নাশ্যানাল পদক সম্মানে সম্মানিত করল স্বপন দত্ত বাউলকে দিল্লি

IMG-20211219-WA0078

সম্প্রতি ১৪ ই ডিসেম্বর ২০২১ নিউ দিল্লিতে রাজেন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেলো সড়ম্বরে এক মহতী সম্মান অনুষ্ঠান। বাবু জগজিবন রাম কলা সংস্কৃতি এবং সাহিত্য আকাদেমি আযোজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী তেলেঙ্গমার মন্ত্রী , নেপালের মন্ত্রী ও বিভিন্ন রাজের বিশেষ পদাধিকারী ব্যক্তিত্বরা মঞ্চে উপস্থিত ছিলেন এ ছাড়া বিভিন্ন রাজ্য থেকে আগত কলাকুশলীদের নিয়ে চাঁদের হাট বসেছিলো । এই অনুষ্ঠানে বিশিষ্ঠ সম্মানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন বাবু জগজীবনরামের কন্যা মিরা কুমার । প্রাপ্তন লোক সভার অধ্যক্ষ মাননীয়া মিরা কুমার বাবু জগজীবনরামের দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের পদক্ষেপ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী থাকাকালীন তার বিশাল অবদানের কথা সৃতি চারণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রাপ্তন লোক সভার অধ্যক্ষ মাননীয়া মিরা কুমার আমন্ত্রিত শিল্পী পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার সমাজ সেবার আলোয় বহুমুখী প্রতিভার উজ্বল নক্ষত্র ,নিঃসার্থ সমাজ সচেতনের বাউল শিল্পী স্বপন দত্তকে বাবু জগ জীবন রাম নাশ্যানাল সম্মান পদক , সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠান মঞ্চে । উক্ত অনুষ্ঠানে বাউল শিল্পী স্বপন দত্তর নিঃসার্থ সমাজ সেবা , সমাজ সচেতন, ও সমাজের কুসংস্কার কুপ্রথা দূরীকরণ ,ও দেশে বিদেশে বাউল গানে শান্তির বার্তা দেওয়া কথা তুলে ধরা হয় । স্বপন দত্তর দেশের জন্য দশের জন্য এমন মহতী কাজের কথা শুনে আগত অতিথি বৃন্দ ও বিভিন্ন রাজ্যের গুণীজন পশ্চিম বাংলার স্বপন বাউলের প্রশংসায় পঞ্চমুখ । এই নাশ্যানাল পদক পেয়ে স্বপন বাউল খুবই খুশি ধন্যবাদ জানান সকলকে। স্বপন বাউল বলেন যে এর আগে দিল্লিতে বহুবার এসেছি দেশের সরকারি আমন্ত্রণে অনুষ্ঠান করেছি অনেক সম্মান পেয়েছি। এমনকি ভারতের প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া আশির্বাদ পেয়েছি, রাষ্ট্রপতি দেওয়া কোল ডুগী ,একতারা নিয়েই আজ আবার দিল্লির রাজেন্দ্র ভবন মঞ্চে উঠে বাবু জগ জীবন রাম নাশ্যানাল পদক পেলাম আমার জীবন ধন্য । আমার মহতী কাজ মানুষের জন্য , সমাজের জন্য কাজের সম্মান দেখে ভারতের রাজধানী দিল্লি যে পদক দিলেন সেই পদক আমি মাথায় তুলে রাখব।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights