তমলুকে রেল লাইনের উপর বসে মোবাইলে কথা বলার সময় তাম্রলিপ্ত এক্সপ্রেসে প্রাণ গেল যুবকের


অরিজিৎ মাইতিঃ রেললাইনের উপরে বসে মোবাইলে কথা বলায় দীঘা হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের। রবিবার দুপুর ১২টা ৬ মিনিটে দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে যখন তমলুকের পদুমবসান গ্রামে পাশ দিয়ে যাচ্ছিল, তখন আপ লাইন দিয়ে হলদিয়ার দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। সেই সময় ডাউন লাইনে বসে মোবাইল নিয়ে হেডফোনে কথা বলছিলেন ওই যুবক। মালগাড়ি যাওয়ার জন্য আওয়াজ হচ্ছিল, সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের দেহ। যদিও তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিস। হেডফোনে রেল লাইনের উপরে দাঁড়িয়ে কথা বলায় দুর্ঘটনা ঘটেই চলেছে। রেলের পক্ষ থেকেও মানুষকে বারবার এ ব্যাপারে সতর্ক করা হয়। তা সত্ত্বেও মানুষ যতদিন না সচেতন হবে, ততদিন এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে। এর আগেও হেডফোনে কথা বলতে বলতে লাইন পারাপার করতে গিয়ে অসংখ্য প্রাণহানি ঘটেছে। তারপরেও হুঁশ ফেরেনি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যুবকে পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights