বসাক ইন্টারিয়ার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো প্রিন্সটন ক্লাবে বর্ষামঙ্গল সন্ধ্যা


ইন্দ্রজিৎ আইচঃ গত ২২ শে জুলাই শুক্রবার সন্ধ্যায় প্রিন্সটন ক্লাবে বসাক ইন্টারিয়ারের উদ্দ্যেগে অনুষ্ঠিত হয়ে গেলো এক অসাধারণ বর্ষামঙ্গল সন্ধ্যা। সঞ্জীব বসাকের ব্যবস্থাপনায় ও তার একান্ত উদ্দ্যেগে পালিত হলো এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে আসর জমিয়ে দেন মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ। কবিতায় ও তাল বাদ‍্যে সকলের নজর কারেন তারা। অভিনেতা রাহুল বর্মন তার দরাজ কণ্ঠে পাঠ করেন পূর্ণেন্দু পত্রি ও শঙ্খ ঘোষের কবিতা। প্রফেসর সুজয় বিশ্বাস আধুনিক গানে মাতিয়ে দেন বর্ষামঙ্গল সন্ধ্যা। উপস্থিত ছিলেন পরিচালক রাজা সেন, অভিনেত্রী দেবিকা মুখার্জী। তারাও এই বর্ষা নিয়ে নানা স্মৃতিচারণ করেন। কবিতা পাঠ করে শোনান পারমিতা মুন্সী, ডাক্তার পার্থসারথী মুখার্জী, মনামি সমাদ্দার, সুকন্যা রক্ষিত, সুদীপ ভট্টাচার্য, রবি জয়সওয়াল, কৃষ গুপ্তা, দেবজিত কুন্ডু, গীতি হাকিম, সাংবাদিক অনিত মুখার্জী এবং অশোক দে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিব্যেন্দু দত্ত। পুরো অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।

Indrajit Aich: On Friday evening, July 22, a wonderful monsoon evening was held at the Princeton Club for the purpose of Basak Interier. The event was celebrated under the management of Sanjeev Basak and for his own purpose. At the beginning of the event, Mallar Ghosh and Mallika Ghosh attended the event. They look at everyone in poetry and rhythm. Actor Rahul Burman recited the poems of Purnendu Patri and Shankha Ghosh in his daraj voice. Prof. Sujoy Biswas sings a modern song on the evening of the rainy season. Director Raja Sen and actress Devika Mukherjee were present. They also reminisce about this rainy season. The poem was read out by Parmita Munshi, Dr Parthasarathi Mukherjee, Monami Samaddar, Sukanya Rakshit, Sudip Bhattacharya, Ravi Jaiswal, Krish Gupta, Debjit Kundu, Geeti Hakim, journalists Anit Mukherjee and Ashok Dey. Divyendu Dutta was present at the entire event. The whole show turned out to be impeccable in a word.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights