বাদাম এবং খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ


মালদা,২৯ আগস্ট : কাচা বাদাম দাদা, কাঁচা বাদাম.. এই গান গেয়ে জগৎ বিখ্যাত হয়েছিলেন ভুবন বাদ্যকর।
আর সেই বাদাম এবং খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করতে ব্যস্ত শিল্পী সুশান্ত সরকার। মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায় এবছর তিনি তৈরি করছেন ১৯ টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা। এবছর প্রতিমার মূল আকর্ষণ কাঁচা বাদাম এবং তার খোসা দিয়ে তৈরি দেবীর সাজ। প্রতিবছর নতুন কিছু তৈরির চেষ্টা করেন সুশান্ত বাবু। এবছর ভুবন বাদ্যকারের গাওয়া কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম.. এই গানটি জগত বিখ্যাত হয়। সেই বাদাম দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন শিল্পী। তিনি আশা করেন এই প্রতিমা দর্শকদের মন জয় করবে। প্রতিমার দাম রেখেছেন ৮৫ হাজার টাকা। প্রতিমা ঠাঁই পাবে মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের পূজা মন্ডপে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল আঠা রঙিন সুতো, বাদামের খোসা এবং কাঁচা বাদাম। আর কয়েক সপ্তাহ পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১১ দিন ছুটি থাকবে দুর্গাপূজার। জেলার বহু ক্লাব মহালয়ার দিন থেকে পূজা মন্ডপের উদ্বোধন শুরু করবে। ফলে চরম ব্যস্ততা এখন কুমারটুলিতে। শিল্পী সুশান্ত সরকার জানান, এবছর মোট ১৯ টি দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। এর মধ্যে অন্যতম রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা। তিনি আশা করেন মন কারবে এই দুর্গা প্রতিমা।

Malda, August 29: Kacha badam dada, raw almonds.. Bhuvan Badyakar became famous in the world by singing this song. And artist Sushanta Sarkar is busy making durga idol decorations with those nuts and peels. This year, he is making 19 Durga idols in the Biswanath Mor area of Malda city. One of them is the Durga idol of Raipara Aarti Sangha in Malda town. The main attraction of the idol this year is the decoration of the goddess made of raw nuts and its peels. Every year Sushant Babu tries to create something new. This year, Bhuvan Badyakar’s singing Raw Badam Dada, Raw Almond.. This song is world famous. The artist is making durga idol decorations with that nut. He hopes that this idol will win the hearts of the audience. The price of the idol is Tk 85,000. The idol will be found in the puja mandap of Raipara Aarti Sangha in Malda city. Cardboard, fevicol glue colored yarn, almond peels and raw nuts have been used as materials. And a few weeks later, Durga Puja, the biggest festival of Bengalis. The Chief Minister of Bengal has announced that durga puja will be closed for 11 days. Many clubs in the district will start inaugurating puja pandals from mahalaya day. As a result, extreme busyness is now in Kumartuli. Artist Sushanta Sarkar said that he is making a total of 19 Durga idols this year. One of them is the Durga idol of Raipara Aarti Sangha. He hopes that this Durga idol will be remembered.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights