নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্বৃত্ত রক্ত পাঠানো হলো রামপুরহাট হাসপাতালে


গোপাল বিশ্বাস নদীয়া-ঃ ৩ রা সেপ্টেম্বর ২০২২, নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে এবার উদ্বৃত্ত রক্ত পাঠানো হলো রামপুরহাটে। শনিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালের সুপারের তত্বাবধানে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফে ৩০৪ চার ইউনিট উদ্বৃত্ত রক্ত তুলে দিলেন রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে।জানা যায় এর আগেও নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে উদ্বৃত্ত রক্ত পাঠানো হয়েছিল বিভিন্ন ব্লাড ব্যাংকে। সম্প্রতি রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক প্রয়োজনীয় রক্তের জন্য যোগাযোগ করে নবদ্বীপ হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সাথে।তারই পরিপ্রেক্ষিতে এই দিন রামপুরহাট মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উদ্বৃত্ত ৩০৪ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় তাদের হাতে। নবদ্বীপের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে একাধিক ক্লাব সংগঠনগুলি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে থাকেন, শুধুমাত্র সেই কারণেই নিজেদের এলাকায় রক্তের চাহিদা মিটিয়ে দূরবর্তী হাসপাতাল বা ব্লাড ব্যাংকের হাতে উদ্বৃত্ত রক্ত তুলে দেওয়া সম্ভব হচ্ছে বলে এই দিন জানান নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মী তরুণ মাঝি। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য এই দিন তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবগুলোকে অভিনন্দন জানান। রামপুর হাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কাউন্সিলর, অনুপম ব্যানার্জি,বলেন আমাদের ওখানে রক্তের চাহিদা অনুযায়ী যোগান কম, তাই আমরা নবদ্বীপ হাসপাতালের সাথে যোগাযোগ করি, আজ তারা আমাদের হাতে এই রক্ত তুলে দেন।

Gopal Biswas Nadia: On September 3, 2022, the surplus blood was sent to Rampurhat from the Nabadwip State General Hospital Blood Bank. On Saturday afternoon, under the supervision of the superintendent of Nabadwip State General Hospital in Nadia, the blood bank authorities handed over 304 four units of surplus blood to the Rampurhat Medical College Blood Bank authorities. It is known that earlier, surplus blood was sent from Nabadwip Blood Bank to various blood banks. Recently, Rampurhat Medical College Blood Bank contacted the Nabadwip Hospital Blood Bank authorities for necessary blood. In view of this, 304 units of surplus blood were handed over to the authorities of Rampurhat Medical College Blood Bank on behalf of Nabadwip State General Hospital Blood Bank. From local voluntary organisations to several club organisations in Nabadwip, they have taken voluntary blood donation camps on the occasion of various events, which is why it is possible to hand over the surplus blood to distant hospitals or blood banks by meeting the demand for blood in their areas, said Tarun Majhi, an employee of the Nabadwip State General Hospital Blood Bank. He also congratulated the local voluntary organizations and clubs for taking the initiative of voluntary blood donation camps. Anupam Banerjee, councillor of the blood bank of Rampur Hat Medical College and Hospital, said, “We have less supply as per the demand of blood there, so we contacted Nabadwip Hospital, today they handed over this blood to us.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights