সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো দুর্গা পূজা উপলক্ষে শোভাযাত্রা


মালদা-প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো দুর্গা পূজা উপলক্ষে শোভাযাত্রা। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শুরুর আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ক্লাব, জেলা প্রশাসনিক কর্তা এবং স্কুল পড়ুয়ারা উপস্থিত হয়েছিলেন মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। সেখানে মঞ্চ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানান জেলা প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা। শোভাযাত্রা শুরুর মুহূর্তে, শুরু হয় অঝোরে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের সদস্য ও ছাত্রছাত্রীরা।
উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র, নিহার রঞ্জন ঘোষ, সমর মুখার্জী, রহিম বক্সি, জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো পশ্চিমবঙ্গের দূর্গা পূজাকে হেরিটেজ তকমা দেয়। বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও আয়োজন করা হয় শোভাযাত্রার। দূর্গা পূজার একমাস আগেই উৎসবের সামিল হন ক্লাব কর্তারাও। তবে শোভাযাত্রা শুরু হওয়ার মুহূর্তে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিব, দুর্গা, কালী সহ বিভিন্ন সাজে শিল্পীরা অংশ নেন শোভাযাত্রায়।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights