গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বিদ্যালয়ের ছাত্ররা অন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মারধরের প্রতিবাদে আজ স্কুলের সামনে টায়ার জালিয়ে পথ অবরোধ


গোপাল বিশ্বাস,নদীয়া :- গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় এবং এম এন উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিলো, তার পরিপ্রেক্ষিতে গতকালকেই তিন ছাত্রী সহ ২ ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। কিন্তু পুলিশি ভূমিকায় সন্তুষ্ট না হয়ে আজ বাধ্য হয়েই বাগআঁচরা উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু’ঘন্টা রাজপথ অবরোধ করে সাইকেল টায়ার জ্বালিয়ে। এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীকে বারংবার অবরোধ তুলে নেয়ার কথা বললেও ফলপ্রসু হয় না ছাত্র-ছাত্রীদের আবেগের কাছে। তবে বাগআঁচড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এম এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদাসীনতাকে দায়ী করেছেন, আয়োজক তিনি বলেন ওই বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক বিষয়টি আরো উসকে দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এমএন উচ্চ বিদ্যালয় থেকে ভিডিও আকারে কোন বক্তব্য পাওয়া যায়নি, তবে তারা বলেন যে ঘটনা ঘটেছে তা বহিরাদগতদের কাজ হতে পারে তবে বিদ্যালয়ের কোন ছাত্র এর সাথে যুক্ত নয়।

Gopal Biswas, Nadia: In view of the heated situation created between the two schools of Bagachra High School and MN High School over the football match yesterday, a complaint was lodged with Shantipur Police Station yesterday. But not satisfied with the police role, the students were forced to block the highway for two hours from 10 am to 12 noon in front of Bagachra High School and burnt bicycle tyres. In this case, the school authorities repeatedly asked the students to lift the blockade, but it did not yield results to the emotions of the students. However, the acting headmaster of Bagachra School blamed the indifference of the teachers of MN High School, who said the accident took place as the sports teacher in the school instigated the matter further. Although no statement was received in video form from MN High School, they said that the incident may have been the handiwork of outsiders but none of the students of the school were involved in it.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights