প্রকাশ্য ভোরবেলা বন্দুক দেখিয়ে ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা 


ডালখোলাঃ মোহাম্মদ জাকারিয়াঃ প্রকাশ্য ভোরবেলা বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে  উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাসের সুজি মিল এলাকায়। জানা যায় মঙ্গলবার ভোরবেলা শ্রেয়া ঘোষ ও  তার পিতা মালদা যাওয়ার জন্য ডালখোলা সুজি মিল এলাকায় বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে বাইক নিয়ে আসে, কপালের সামনে বন্ধুর দেখিয়ে বলে “যা কিছু আছে সব কিছু বের কর, নাহলে গুলি চালিয়ে দেব”। প্রথমে পকেট চেক করে তারপরে মহিলার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। শ্রেয়া ঘোষ জানান ডাক্তার ঐ ব্যাগের মধ্যে টাকা – পয়সা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় নথিও ছিল। শ্রেয়া আরো জানান তার পিতার (দিলীপ কুমার সিনহা  প্রাক্তন সাব ইন্সপেক্টর)  কাছ থেকেও যা কিছু ছিল সব কিছু নিয়ে যায় এবং সাথে থাকা দুটো মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত নেমেছে ডালখোলা থানার পুলিশ।
Dalkhola: Mohammad Zakaria: An incident of robbery at gunpoint in the early hours of the day. The incident took place on Tuesday morning at Suji Mill area of Dalkhola bypass in North Dinajpur district. It is learned that shreya Ghosh and her father were standing to catch a bus in Dalkhola Suji Mill area to go to Malda in the early hours of Tuesday. Suddenly, three miscreants covered their faces and brought a bike, pointed to a friend in front of their foreheads and said, “Take out everything you have, or I will shoot”. He first checked his pocket and then fled with the bag he had with the woman. Shreya Ghosh said that the doctor also had the necessary documents including money, PAN card, driving license in the bag. Shreya also said that the miscreants took away everything from her father (Dilip Kumar Sinha, a former sub-inspector) and fled with the two mobile phones with them. Dalkhola police have launched an investigation into the incident.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights