গোপাল বিশ্বাস, নদীয়া-: পঞ্চায়েত নির্বাচন যতই দৌড় গোড়ায় আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। গত পঞ্চায়েত নির্বাচনেও অশান্তিতে ভরপুর হয়ে উঠেছিল গোটা রাজ্য। এবার পঞ্চায়েত নির্বাচন আসার আগে ফের গভীর রাতে নদীয়ায় বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবার চরের এলাকায় সমীর বিশ্বাসের বাড়িতে।
আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমীর বিশ্বাস এলাকার বিজেপি নেতা তথা বিজেপির শক্তি প্রমুখ পদে আছেন বলে জান যায়। তার অভিযোগ, গতকাল সন্ধ্যায় ভাগীরথী নদীর তীরে তার পরিবারের এক সদস্য সাথে অশান্তি হয় তৃণমূলের বেশ কিছু যুবকদের সাথে, পরবর্তীতে রাত দুটো নাগাদ আচমকায় তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাস বাইরে বেরিয়ে এসে দেখে তার ঘরের টিনের চালার উপরে একটি ফাটা বোম পড়ে রয়েছে, আরও একটি বোম নিচের অংশে পড়ে থাকতে দেখেন তিনি।
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.