যতীন্দ্রমোহনের জ্যোতি খর্ব রাজনৈতিক বেষ্টনে?


করিমপুর রিপোর্টঃ নদীয়া জেলার করিমপুরে নতুন বাসস্ট্যান্ডের প্রবেশের মুখে দেখতে পাওয়া যায় কাজলা দিদির কবি শ্রদ্ধেয় যতীন মোহন বাগচীর আবক্ষ মূর্তি। তিনি বেষ্টিত হয়ে আছেন বিভিন্ন রাজনৈতিক রঙে! তিনি আমাদের কতটা রাঙিয়েছেন সেটা ব্যতিরেকে আমরা তাকে রাঙাতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক রঙে। এমন দৃশ্য বোধহয় পরিবেশিত হয় যাত্রীদের জন্য। আমাদের চিন্তার স্পষ্টতাকে কেউ দেখেনা। দুর্বল চিন্তা শক্তিকে কেউ জাগিয়ে তোলে না। মানবতার রং মিশে যায় রাজনৈতিক সমুদ্রে। ভেতো বাঙালির কোন ভাবানতোর নেই, রাজনৈতিক মহলের চাপ নেই, প্রশাসনের মাথাব্যথা নেই। বহিরঙ্গের রং খসিয়ে অন্তর রঙে রাঙিয়ে দেবে কে! আজ যে সবার রঙে রঙ মেশাতে হবে।

Karimpur: The bust of Kajla Didi’s poet Respected Jatin Mohan Bagchi can be seen at the entrance of the new bus stand at Karimpur in Nadia district. He’s surrounded by different political colors! We are busy coloring him in different political colors, regardless of how much he paints us. Such a scene is probably served to the passengers. No one sees the clarity of our thinking. Weak thinking does not awaken power. The color of humanity mixes with the political sea. There is no thought, no pressure from the political class, no headache of the administration. Who will paint the exterior and paint the heart in color? Today, everyone has to mix colors.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights