নন্দ উৎসব ২০২৩ হয় করণদিঘীর বিধায়ক গৌতম পালের বাড়ির সামনে, উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।


মোহাম্মদ জাকারিয়া, উত্তর দিনাজপুরঃ জানা গেছে প্রতি বছরের মতো এবারও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব উদযাপন করা হয়। বিধি মেনে মাধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণ জন্মতিথি পালন থেকে শুরু করে পরের দিন হয় নন্দ উৎসব। জন্মাষ্ঠমীর ঠিক পরের দিনই উৎসব হয়। গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। এদিন দধি কাদার মধ্যে নারকেল খেলা, কলা গাছের ওপরে দইয়ের হাঁড়ি ভাঙ্গা একটি, বাঁশের উপরে দইয়ের হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা, ব্লক সহ সভাপতি শ্যামলাল মাহাতো। সহ আরো অনেকেই। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও করণদিঘীতে নন্দ উৎসব ২০২৩ পালন করা হয়। তিনি আরও বলেন নারকেল খেলা, কলা গাছের ওপরে দইয়ের হাঁড়ি ভাঙ্গা, বাঁশের উপরে দইয়ের হাঁড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

Mohammad Zakaria, North Dinajpur: It is known that the Nanda festival is celebrated on the occasion of Shri Krishna Janmashtami every year. According to the rules, the Nanda Utsav is celebrated the next day, starting from the celebration of Sri Krishna’s birthday at midnight. The festival is held on the day after Janmashtami. Gokul Raj Nanda is the foster father of Lord Krishna. According to mythology, Krishna was born at night. Nanda celebrated that joyous festival the next morning. On this day, coconut play in curd mud, curd pot breaking on banana trees, and curd pot breaking on bamboo competitions are organized. Uttar Dinajpur Zilla Parishad President Pompa Pal, Karandighi MLA Gautam Pal, Zilla Parishad Member No. 14 Krishna Singh Roy Chowdhury, Karandighi Panchayat Samiti Assistant President Khagen Das, Karandighi Block Trinamool Congress President Subhash Sinha, Block Vice President Shyamlal Mahato were present. Including many more. Karandighi MLA Gautam Pal said that like every year, Nanda Utsav 2023 is celebrated in Karandighi this year too. He further said coconut games, breaking curd pots on banana trees, and breaking curd pots on bamboo are organized.

About The Author


Verified by MonsterInsights