ভবানীপুর ৭৫পল্লী তাদের ৫৯ তম বর্ষে সাবেকিয়ানার সঙ্গে এনেছে অভিনবত্ব, বিভিন্ন ধরণের পাহাড়ি ফল দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ


কলকাতা, ১৩ অক্টোবর, ২০২৩: ‘ভবানীপুর ৭৫ পল্লী’ নামটি বর্তমানে দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য থিম পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো হিসাবে বিবেচিত হয়। প্রতি বছর ভবানীপুর ৭৫ পল্লী একটি একটি করে মাইলফলক ছুঁয়েছে। দক্ষিণ কলকাতার থিমযুক্ত প্যান্ডেলগুলির জন্য সাধারণত বিখ্যাত এই দুর্গা পুজো প্যান্ডেলটি ৫৯ বছর ধরে তার ঐতিহ্য বজায় রেখেছে। আয়োজকরা এবারও সাবেকিয়ানার প্রতি তাদের বিশ্বাসে অটল। এই পুজো বিশেষভাবে বিখ্যাত তার অনন্য শৈলীর প্যান্ডেলের জন্য এবং পাশাপাশি কমিটি সারা বছর ধরে যে সামাজিক কাজ করে থাকে তার জন্য।

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় শ্রী বাবলু সিং, কার্যকরী সভাপতি ভবানীপুর ৭৫ পল্লী এবং সমাজকর্মী বলেন, “ঐতিহ্য রাতারাতি গড়ে ওঠে না, এর শিকড় গভীরে থাকে। তাই, এই বছরও ভবানীপুর ৭৫ পল্লী সবকিয়ানার প্রতি আস্থা বজায় রেখেছে। এবার ভবানীপুর ৭৫ পল্লীতে প্যান্ডেল সাজানোর জন্য পান, আম সহ নানা ধরনের পাহাড়ি ফল ব্যবহার করা হয়েছে। এই ফলগুলি প্রক্রিয়াজাত করে একটি ঐতিহ্যগত পদ্ধতিতে সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে। শিল্পী প্রশান্ত পালের ভাস্কর্যে দেবীর মূর্তির মধ্যেও সবেকিয়ানার ছাপ স্পষ্ট।

একটি জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো করার আগ্রহে, ভবানীপুর ৭৫ পল্লী তাদের সামাজিক দায়িত্ব ভুলে যায়নি, তারা সর্বদা সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক-অশুভ শক্তি নির্মূলে অগ্রণী রয়েছে। তারা দুর্গাপুজোয় যে সাবস্ক্রিপশন এবং ডোনেশন সংগ্রহ করে তার একটি অংশ সারা বছর সামাজিক কাজে ব্যবহার করা হয়। যে কোন গণমুখী সচেতনতামূলক কর্মকান্ডের জন্য তারা সকল প্রকার ও আকারে স্থানীয় সংস্থার সাথে যুক্ত হয়েছে। এর কয়েকটির মধ্যে রয়েছে – সারা বছর স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সহায়তা; আর্থ-সামাজিক বিপদ সম্পর্কে সারা বছর ধরে সচেতনতামূলক কর্মসূচী; রক্ত, শরীর ও চক্ষুদান শিবিরের আয়োজন; দুর্গাপূজার সময় সুবিধাবঞ্চিতদের মধ্যে নতুন শাড়ি ও জামাকাপড় বিতরণ; দারিদ্র্যসীমার নিচের শিশুদের শিক্ষামূলক কিট ও বই প্রদান; শীতের মরসুমে অভাবীদের কম্বল প্রদান এবং সমাজের কল্যাণে এরকম অনেক কার্যক্রম।

Kolkata, 13th October, 2023: The name ‘Bhowanipur 75 Palli’ is at present regarded as an emerging star amongst the leading theme pujas of south Kolkata. With each passing year, Bhawanipur 75 Palli has reached a milestone. Normally famous for its themed pandals in South Kolkata, this renowned Durga Puja pandal has maintained its tradition for 59 years. The organizers are steadfast in their belief in Sabkeiyana this time. This Puja is particularly famous for its unique style of pandals and also for the social work which the committee carries out throughout the year.

Speaking to the media, Sri. Bablu Singh, Working President Bhowanipur 75 Palli and Social Worker said, “Tradition doesn’t sprout overnight; its roots run deep. So, in the pre-golden jubilee year, Bhowanipur 75 Palli continues to have faith in Sabekiyana. This time, for the decoration of the pandal at Bhowanipur 75 Palli is using a variety of mountain fruits, including betel leaves and mangoes, have been chosen. These fruits are processed and used for decoration in a traditional manner. The touch of Sabekiyana is also evident in the idol of the goddess, sculpted by artist Prashant Pal.”

In the eagerness to have a grand Durga Puja, Bhowanipur 75 Palli has not forgotten their social responsibilities; they have always been in the forefront of social events and also to eradicate social-evils. A part of the donation and subscription that they collect in the Durga Puja is utilized in social works round the year. They have been associated with the local bodies in all forms and shapes for any mass-oriented awareness activity. Some of these include – Complimentary health checkups & assistance for the local habitats round the year; Awareness programme run all through the year regarding socio economic hazards; Organizing Blood, Body and Eye Donation camps; Distribution of new sarees and clothes during the Durga Puja to the under-privileged ones; Giving educational kits and books to the children below poverty line; Giving blankets to needy during the winter season and many such CSR activities for welfare of the society.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights