লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রাক্কালে অখিল ভারত হিন্দু মহাসভার ঐতিহাসিক কর্মসূচীর সিদ্ধান্ত


ডেস্ক রিপোর্টঃ হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আগামী কাল “লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে” উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের এবং পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধি মন্ডল। অনুষ্ঠানটি যাতে সাফল্যমন্ডিত হয় তার জন্য অনেক মানুষকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করেছে হিন্দু মহাসভা । কিন্তু আগামী কাল আমরা আরেকটি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি যে আমরা এই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাস্থিত অযোধ্যা পাহাড় ও সীতাকুন্ড সংলগ্ন অঞ্চলে “সীতা রাম” মন্দির স্থাপন করতে চাই । এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে সনাতনী হিন্দুদের আবেগ রাম মন্দির পুনঃনির্মাণের দিনে উত্তর প্রদেশের যোগী সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তা জনিত কারন দেখিয়ে মাত্র কয়েক হাজার মানুষ যারা সরকার ঘনিষ্ঠ বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদেরই শুধু রাম মন্দির উদঘাটন অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুমতি দিতে চলেছে । এটা খুব দুঃখের যে এই রামমন্দির জনআন্দোলনের পিটিশন আমরা অখিল ভারত হিন্দু মহাসভাই করেছি অথচ আজ আমরাই সেই অনুষ্ঠানে ব্রাত্য । উপযুক্ত সম্মান দিয়ে ডাকা হয়নি আন্দোলনের পুরোধা পুরুষ লালকৃষ্ণ আদবানিজি এবং মুরলী মনোহর যোশী জিকেও । তাই ভারত বর্ষের সমস্ত রাজ্যের মানুষদের আহবান জানাচ্ছি আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে ওই 22 সে জানুয়ারী 2024 তারিখেই “অযোধ্যা পাহাড় যাত্রার” ডাক দিয়েছি। অযোধ্যা যেমন প্রভু শ্রীরামের জন্মভূমি, সেই রকম আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাস্থিত অযোধ্যা পাহাড় প্রভু শ্রীরামচন্দ্রের কর্মভূমিও । এখানে প্রভু রাম, দেবী সীতা এবং লক্ষণজী বেশ কিছু দিন সময় কাটান । এমনকি তৃষ্ণার্ত সীতা দেবীকে জল দিতে দিয়ে প্রভু রাম তীর দিয়ে ভূগর্ভের সুমিষ্ট জল তুলে আনেন, যা আজ সীতাকুন্ড নামে বিখ্যাত । যেহেতু ভগবান রামচন্দ্রের পরবর্তী অবতার ভগবান শ্রীকৃষ্ণ তাই আমরা অযোধ্যা পাহাড়ের উপর গীতাপাঠ অনুষ্ঠান করতে চলেছি 22 সে জানুয়ারী তারিখে এবং ভবিষ্যতে এই অঞ্চলেই আমরা ঐতিহাসিক “সীতারাম মন্দির” স্থাপন করার সংকল্প নিচ্ছি । আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি আগামী 22 সে জানুয়ারী আমাদের “অযোধ্যা পাহাড় চলো” অভিযানকে সাফল্যমন্ডিত করতে পশ্চিমবঙ্গ প্রশাসন যেন সম্পূর্ণ ভাবে সহযোগিতা করে । যোগিজীর রাজ্যে রামমন্দির উদ্বোধনে যেখানে মাত্র সাত হাজার মানুষকে উপস্থিত থাকতে অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের মত অনুষ্ঠান সুষ্ঠু ভাবে আয়োজন করা অবশ্যই পশ্চিমবঙ্গবাসি হিসেবে আমাদের কাছে গৌরবের। আমরা কোনো মূল্যেই প্রভু রামের প্রতি আমাদের ভক্তিকে নিয়ে বাণিজ্যিকীকরণ বা রাজনীতিকরণের পক্ষে নই, বরং আমরা চাই প্রভু রামের আদর্শে যাতে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি এবং তবেই কেবলমাত্র ভারতবর্ষে প্রকৃত রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে ।

Desk Report: The delegation of Akhil Bharat Hindu Mahasabha is going to attend the “Lakshakanthe Gita Path Program” tomorrow under the leadership of Dr. Chandrachud Goswami, the state president of Hindu Mahasabha, and congratulate the organizers and the state administration of West Bengal for organizing such a big religious event on the soil of West Bengal. Hindu Mahasabha has helped many people to register to make the event a success. But tomorrow we are going to make another historic announcement that we want to establish a “Sita Ram” temple in the area adjacent to Ayodhya Hills and Sitakunda in Purulia district of West Bengal. It is very unfortunate for us that the Yogi government of Uttar Pradesh is going to allow only a few thousand people who are close to the government or established personalities in the society to attend the inauguration ceremony of the Ram temple on the day of the restoration of the Ram temple. It is very sad that we have petitioned the All India Hindu Mahasabha for this Ram Mandir public movement, but today we are Bratya in that event. Lal Krishna Advaniji and Murali Manohar Joshi GK were not called with due respect. So calling the people of all the states of India, we on behalf of Akhil Bharat Hindu Mahasabha have given a call for “Ayodhya Pahar Yatra” on 22nd January 2024. As Ayodhya is the birthplace of Lord Sriram, so is the Ayodhya hill in Purulia district of West Bengal, the work place of Lord Sriramchandra. Here Lord Rama, Goddess Sita and Lakshmanji spent several days. Lord Rama even gave water to the thirsty goddess Sita and brought out the sweet water from underground with an arrow, which is known today as Sitakunda. As the next incarnation of Lord Ramachandra is Lord Krishna, we are going to perform Gita Path on Ayodhya hill on 22nd January and in future we are planning to establish historical “Sitaram Mandir” in this area. We appeal to West Bengal Government and Hon’ble Chief Minister Mamata Banerjee to fully cooperate with the West Bengal administration to make our “Ayodhya Pahar Chalo” campaign a success on 22nd January. It is certainly a matter of pride for us as West Bengalis to organize a program like Gitapath in lakhs of voices where only 7000 people are allowed to attend the inauguration of Ram Mandi in Yogiji’s state. We are not in favor of commercializing or politicizing our devotion to Lord Ram at any cost, rather we want to shape our character in the ideals of Lord Ram and only then it will be possible to establish a true Ram Rajya in India.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights