ইতিহাস পরীক্ষা চলাকালীন অসুস্থ পরীক্ষার্থী ভর্তি করা হলো নবদ্বীপ হাসপাতালে


গোপাল বিশ্বাসের রিপোর্টঃ সোমবার ফের পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো শ্রেয়া হালদার, নামে এক পরীক্ষার্থী। জানা যায় সে তারাসুন্দরি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী, তার পরীক্ষা সেন্টার বা পরীক্ষা কেন্দ্র ছিল পোড়ামাতলা রোড বঙ্গবানি উচ্চ বালিকা বিদ্যালয়ে। ইতিহাস পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরে সে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ হাসপাতালের চিকিৎসকের টিম, গিয়ে তাকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে আসাহয় ও চিকিৎসা শুরু হয়। বর্তমানে সে নবদ্বীপ হাসপাতালে ভর্তি। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক নবদ্বীপ সেন্টার সেক্রেটারি জানায় আজ এই পরীক্ষার্থীর ইতিহাস পরীক্ষা চিল ও সে সেন্টারে খাতা জমা দিয়েই হাসপাতালে আসে, এবং তার বাকী পরীক্ষা গুলো যাতে হাসপাতালে বসে দিতে পারে তার ব্যাবস্থা আমরা করছি।

Gopal Biswas’s report: Shreya Halder, an examinee, was admitted to the hospital after falling ill during the examination again on Monday. It is known that she was a student of Tarasundari High Girls’ School, her examination center or examination center was at Poramatola Road Bangabani High Girls’ School. After he fell ill during the history examination, a team of doctors from Nabadwip Hospital went to the spot after getting the news, rescued him and brought him to Nabadwip Hospital and treatment started. He is currently admitted to Nabadwip Hospital. In this regard, the Secretary of the Higher Secondary Nabadwip Center said that today the history examination of this examinee comes to the hospital by submitting the book to the center, and we are making arrangements so that he can sit in the hospital for the rest of his examinations.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights