শ্রী শ্রী মা দক্ষিণা কালী মাতার পূজা

Screenshot_4-3-2025_22116_web.whatsapp.com

মালদা : প্রতিবছরের মতো এবছরও মহা ধুমধামের সাথে শ্রী শ্রী মা দক্ষিণা কালী মাতার পূজা অনুষ্ঠিত হল। জানা যায় পুজো শুরুর আগে দক্ষিণা কালীপূজো উপলক্ষে মালদা শহরের রাজপথ জুড়ে অনুষ্ঠিত হয় এক শোভাযাত্রা। হ্যান্টাকালী মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। নেতাজি মোড় এলাকা থেকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয়, দক্ষিণা কালীমাতার প্রতিমা। প্রতিমা সহকারে এই শোভাযাত্রায় অংশ নিয়েছিল ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অসংখ্য ভক্তরা। মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা এরপর শুরু হয় রাতভর মায়ের পুজো। জানা গেছে তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ গুপ্তের উদ্যোগে প্রতিবছর এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও তার কোন ব্যতিক্রমী হয়নি। রাস্তা সম্প্রসারণ হওয়ায় নতুনভাবে এবার তৈরি করা হয়েছে মন্দির। নতুন ভাবে তৈরি এই মন্দিরেই অনুষ্ঠিত হয় মায়ের পুজো।

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights