এইমসে নিয়োগ দুর্নীতিতে সরব হওয়া মহিলার বিরুদ্ধে কল্যানী সাব ডিভিশনাল কোর্টে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন সাংসদ জগন্নাথ সরকার


নদীয়া :-কল্যানী AIIMS-য়ে, সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কর্মরত এক মহিলা যার নাম তানিয়া ভট্টাচার্য। যিনি শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন গত পৌরসভা নির্বাচনে। তিনি প্রকাশ্যে মুখ খুলে বলেছিলেন সংসদ জগন্নাথ সরকার, এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত। যদিও পরবর্তীতে একাধিক বিজেপি বিধায়কের নাম জড়িয়ে ছিলো, সংক্রান্ত বিষয়ে। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত দল সিআইডির তদন্তাধীন। তবে এ বিষয়ে সংসদ জগন্নাথ সরকার মনে করেন , সিপিএম বা তৃণমূল থেকে আসা দলের মধ্যেই গুপ্তচর বৃত্তি করা কিছু স্বার্থান্বেষী নেতৃত্বের মদতপুষ্ট হয়ে উদ্দেশ্য প্রণোদিত তার নামে মিথ্যা অভিযোগ এনেছিলেন ঐ মহিলা ‌। বিষয়টি সম্পর্কে প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়েই আজ তার বিরুদ্ধে আজ কল্যানী সাব ডিভিশনাল কোর্টে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন সাংসদ ।

Nadia:-Kalyani had opened up against corruption at AIIMS, a working woman named Tanya Bhattacharya. Who was the BJP candidate from ward number 8 of the city in the last municipal elections. He opened up openly and said that the Parliament is associated with the Jagannath Government, this illegal recruitment process. However, later the names of several BJP MLAs were involved in related matters. At present, the Central Intelligence Investigation Team is under the investigation of the CID. However, in this regard, The Mp Jagannath Sarkar believes that the woman had made false allegations in her name, motivated by some vested interests in the party from the CPM or the Trinamool, under the patronage of some vested interests. To no avail despite informing the administrative officials about the matter, the MP was forced to file a defamation case of Rs 5 crore against him in the Kalyani sub-divisional court today.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights