সার্ভিকাল ক্যান্সার বিষয়ে ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করণদিঘীতে 


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ সুমিতা ক্যান্সার সোসাইটির পরিচালনা ও করণদিঘী সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণ সমিতির উদ্যোগে, ছাত্রীদের নিয়ে সার্ভিকাল ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, প্রতিবছর ৭৫ হাজারের বেশি মহিলা মারা যায়। এবং প্রতিবছর এক লাখের উপরে মহিলা নতুন ভাবে আক্রান্ত হয়। তাই কিভাবে সার্ভিকাল ক্যান্সার মুক্ত ভারতবর্ষ করা যায়। সে কাজটাই সুমিতা ক্যান্সার সোসাইটি করছে বলে জানা যায়। আরও  জানা যায় সমস্ত মেয়েরা যদি সাবধানে থাকে, এবং যদি তারা সচেতনভাবে চলে তাহলে এই ক্যান্সার কে নির্মূল করা যাবে। জানা যায় জানুয়ারি হচ্ছে সার্ভিকাল ক্যান্সার সচেতনতার মাস। ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রতিদিনই এই সংস্থার কর্মসূচি রয়েছে, তারই অংশ হিসেবে আজ সার্ভিকাল ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় করণদিঘী প্রাথমিক বিদ্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন করণদিঘী ব্লকের বিডিও নিতিশ তামাং, সুমিতা ক্যান্সার সোসাইটির সভাপতি পাপিয়া সেনগুপ্ত,  সাধারণ সম্পাদক মদন কুমার ভট্টাচার্য, করণদিঘী সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণ সমিতির সভাপতি রণজিত দাস, চেয়ারপারসন সিমা লহারা, সাংস্কৃতিক প্রধান সানন্দা বকশি, সদস্যা দৌলন দাস, সদস্যা সঞ্চিতা দাস, ছিলেন করণদিঘী হাসপাতালে চিকিৎসক রবীন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।
Mohammad Jakaria: North Dinajpur: Awareness camp for girls on cervical cancer at Karandighi Under the management of Sumita Cancer Society and the initiative of Karandighi Cultural, Sports and Welfare Association, an awareness camp on cervical cancer among girl students was held at Karandighi Primary School in North Dinajpur district on Saturday. According to sources, more than 75 thousand women die every year. And every year over one lakh women are newly infected. So how to make cervical cancer free India. That work is known to be done by Sumita Cancer Society. It is also known that if all girls are careful, and if they are aware, this cancer can be eradicated. It is known that January is Cervical Cancer Awareness Month. The organization has daily programs from 1st to 31st, as part of which Cervical Cancer Awareness Camp was held today at Karandighi Primary School.
Karandighi Block BDO Nitish Tamang, Sumita Cancer Society President Papia Sengupta, General Secretary Madan Kumar Bhattacharya, Karandighi Cultural, Sports and Welfare society President Ranjit Das, Chairperson Seema Lahara, Cultural Head Sananda Bakshi, Member Doulon Das, Member Sanchita Das, Karandighi Hospital Doctor Rabindranath Roy and others. all these persons were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights