দ্য  ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলন


ইন্দ্রজিৎ আইচঃ 2022- 23 এর দ্য  ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট অফ ইন্ডিয়ার (ICAI) নতুন প্রেসিডেন্ট হয়েছেন সি এ (ড) দেবাশীষ মিত্র ও ভাইস প্রেসিডেন্ট সি এ অঙ্কিত সুনীল তালাতি। সেই উপলক্ষে সম্প্রতি স্বভূমির রাসমঞ্চে এক সাংবাদিক সম্মেলনে সিএ ডঃ দেবাশীষ মিত্র জানালেন গত ডিসেম্বরে মাসে সি এ পরীক্ষা দিয়েছেন চার লাখ ছাত্র ছাত্রী। বহু ছেলে মেয়েরা এখন সি এ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।যদিও খুব শক্ত এই লেখাপড়া। এই মুহূর্তে আমাদের সিএ মেম্বার হলেন তিন লক্ষ চল্লিশ হাজার। এই মুহূর্তে সি এ পড়ছে সারা ভারতবর্ষে সাত লাখ ছাত্রছাত্রী। এই সাংবাদিক সম্মেলনে এই প্রতিবেদক এর এক প্রশ্নের উত্তরে ভাইস প্রেসিডেন্ট সি এ অঙ্কিত সুনীল তালাতি জানালেন আমাদের সিএ তে 5টি রিজিওনাল কাউন্সিল আছে। 164 টা শাখা আছে। মোট 44 টা চ্যাপ্টার আছে ও 29 টা রিপ্রেসেনটিটিভ অফিস আছে। এই মুহূর্তে এই সি এ প্রফেসনে কেউ পাস করে বসে নেই। কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা মাইনের চাকরি পাবেন যে কোনো কোম্পানীতে। ভারতের নতুন অর্থনীতিবর্ষে কোভিড 19 পেণ্ডামিক এর পরও এক মাত্র এই সি এ প্রফেসনে খুব ভালো ফিউচার আছে নতুন জেনারেশন এর ক্ষেত্রে।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি এ দেবায়ন পাত্র, সুমিত বিনানি, রবি কুমার পাত্র, রঞ্জিত কুমার আগারওয়াল,সুনীল কুমার শাহ, সুশীল কুমার গোয়েল, হরিরাম আগারওয়াল সহ অনেকে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights