মধ্যমগ্ৰাম‌ ঝুলন উৎসব ও মিলন মেলার শুভারম্ভ‌


শিল্পনীড় ডেস্ক রিপোর্টঃ  যে‌ কোনো‌ সামাজিক কাজে পাড়ার ক্লাবের ভুমিকা থাকে। কোভিডের‌ সময়‌ থেকে মানুষের পাশে দাঁড়ানো হোক বা ক্রীড়া‌ ক্ষেত্রে‌ সবেতেই আছে‌ মধ্যমগ্ৰামের‌ সু পরিচিত ক্লাব ইয়ং‌ রিক্রি‌য়েশন ‌। এই বছর তাদের উদ্যগে‌ই ছাব্বিশে অগাষ্ট শনিবার থেকে মধ্যমগ্ৰাম চৌমাথার সুভাষ ময়দানে প্রথম বছর ঝুলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে ‌। পাশাপাশি বসেছে মেলা এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব সহ বিভিন্ন ঘটনার মুহূর্ত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে ‌। মধ্যমগ্ৰামে‌ প্রথম বছর ঝুলন উৎসবের উদ্বোধন করেন মধ্যমগ্ৰাম বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য‌ ও সরবরাহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ ‌।‌ তাঁর বক্তব্যের‌ মধ্যে দিয়ে উঠে আসে বর্তমানে একটা ক্লাবের কাজ শুধুমাত্র বিপদে মানুষের পাশে থাকার পাশাপাশি হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যকেও‌ তারা তুলে ধরছেন এটার দরকার আছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে‌। শিল্পনীড়‌ পত্রিকার মুখোমুখি হয়ে রথীন ঘোষ জানালেন বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে ঝুলন এক বিলুপ্ত উৎসব‌। আমাদের স্মৃতিতে ঝুলন উৎসব আজ‌‌ও বর্তমান‌। এখন প্রযুক্তির‌ চাপে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই উৎসব তাদের কাছে অজানা। ইয়ং রিক্রিয়েশন ক্লাব সেই কাজটাই করছে নতুন প্রজন্মের কাছে ঝুলনের‌‌ ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরছে যা‌ ভীষণ ভাবেই গুরুত্বপূর্ণ ‌। অনুষ্ঠানে অন্যান্য‌ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যমগ্ৰাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ‌/ এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর‌পিতা এবং পৌরমাতারাও‌ ‌ প্রথম বর্ষ মধ্যমগ্ৰাম ঝুলন উৎসব ও মিলন মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌। ঝুলনের‌ পুজো‌ হবে ছাব্বিশে অগাষ্ট থেকে একত্রিশে অগাষ্ট পর্যন্ত ‌। এবং মেলা‌ চলবে ছাব্বিশে অগাষ্ট থেকে দশ‌ই সেপ্টেম্বর পর্যন্ত।

Shilpaneer Desk Report: Neighbourhood clubs have a role in any social work. Whether standing by the side of people since the time of COVID-19 or in the field of sports, there is the well-known club Young Recreation of Madhyam Gram. This year, Jhulan Utsav is being held for the first year at Subhash Maidan, Chamatha, Madhyam Gram from Saturday, August 26th. The moments of various events including the fair and the appearance of Lord Krishna are beautifully presented. The first year Jhulan Festival in Madhyam Gram was inaugurated by Rathin Ghosh, MLA of Madhyam Gram Legislative Assembly and Minister in charge of the Food and Supplies Department of the Government of West Bengal. Through his speech, it emerged that a club is currently in operation. Work is not only to stand by the people in danger but also to highlight the lost traditions, it is necessary, especially for the new generation. Rathin Ghosh told the Shilpaneer newspaper that Jhulan is a lost festival for the new generation nowadays. Jhulan Utsav is still present in our memory. Now, due to the pressure of technology, this festival is unknown to the children of the new generation. Young Recreation Club is doing just that by bringing the traditional culture of Jhulan to the new generation which is very important. Among the other guests present at the event were the Chairman of Madhyam Gram Municipality Nimai Ghosh / Eleventh Ward Councilor Antara Majumdar along with the parents and parishioners of various wards were also present at the opening ceremony of the first year Madhyam Gram Jhulan Festival and Milon Mela. Jhulan Puja will be held from 26th August to 31st August. The fair will run from 26th August to 10th September.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights