নবদ্বীপে অনুষ্ঠিত হলো *বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শৌর্য জাগরণ শোভাযাত্রা।


গোপাল বিশ্বাস -নদীয়া- রবিবার সকালে আনুমানিক দশটা পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী নবদ্বীপ শহরের রেলওয়ে রিক্রিয়েশন ময়দান থেকে শুরু হয় ” শৌর্য জাগরণ যাত্রা,
শৌর্য জাগরণ যাত্রা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। জানা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই যাত্রার কোন অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেখানে অনুমতি পাবার পর সারা রাজ্য জুড়ে এই কর্মসূচী শুরু করে তারা সেই মতো গতকাল নদীয়ার পলাশী থেকে শুরু হয় এই কর্মসূচী, যা রবিবার সকালে নবদ্বীপেও অনুষ্ঠিত হয়। এদিন সকালে রেলওয়ে রিক্রিয়েশন মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাজাবাজার মোড় এলাকায়, পুজো, আরতি, ও প্রসাদ বিতরণ করা হয়, এরপর আনুমানিক সারে এগারোটায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতু হয়ে রওনা দেয় পরবর্তী গন্তব্যের দিকে। এই কর্মসূচীতে কোনরূপ অপ্রিতিকর ঘটনা এড়াতে, গোটা র‍্যালি জুরে ছিল নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির নেতৃত্ব ছিল বিশাল পুলিশ বাহিনী, ও শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতেও ছিল প্রশাসনের আটোসাটো নিরাপত্তার ব্যাবস্থা। এদিনের কর্মসূচী প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদের নদীয়া উত্তর জেলার সভাপতি শ্রুতি শেখর গোস্বামী জানান, এই কর্মসূচী করতেও আদালতের দারস্থ হতে হয়েছে আমদের, যার ফলে কিছু দিন নষ্ট হয়েছিল, তার পরও আমরা গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচী পালন করছি গতকাল নদীয়া পলাশী থেকে শুরু হয়েছে, আজ নবদ্বীপে অনুষ্ঠিত হলো, এরপর এই রথ, ধুবুলিয়া হয়ে মালদার দিকে এগিয়ে যাবে। মূলত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে সন্মান জানাতে ও দেশের যুবসমাজকে সচেতন করতে আমাদের এই কর্মসূচী, কারন শহীদ,ক্ষুদিরাম বোস বলেছিলেন আমি মরতে ভয় পাই না, কারন আমি গীতা পরেছি, ক্ষুদিরাম বোসের এই বার্তাকে দেশ ব্যাপী ছড়িয়ে দিতে, ও ভারত মাতাকে সন্নাম ও রক্ষা করতে বিশ্ব হিন্দু পরিষদ জন্ম লগ্ন থেকে কাজ করছে, এসব কিছুই মানুষের মধ্যে তুলে ধরতেই আমাদের এই কর্মসূচী। এদিনের এই কর্মসূচীতে অংশ নিতে দেখা যায় বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের অসংখ্য স্থানীয়, জেলা স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থক সহ সাধু-সন্তও।

Gopal Biswas -Nadiya- On Sunday morning around 10:00 a.m. as per the pre-arranged schedule “Shaurya Jagran Yatra” started from Railway Recreation Ground in Nabadwip town. Shaurya Jagran Yatra A procession organized by Bajrang Dal Vishwa Hindu Parishad. It is known that since the stategovernment did not get any permission for this yatra, they approached the High Court and after getting permission from Vishwa Hindu Parishad, they started this program across the state. This morning, starting from the Railway Recreation Ground, circumambulating various important roads of the city, Puja, Aarti, and Prasad were distributed in the Rajabazar Mor area, that approximately eleven o’clock, the procession left for the next destination via Navadwip Gaurang Setu. To avoid any untoward incident in this programme, the entire rally was led by Officer-in-Charge of Navadwip Police Station Jaleshwar Tiwari with a large police force, and at the important junctions of the city, there was a tight security arrangement of the administration. Regarding the day’s program, Vishwa Hindu Parishad’s Nadia North District President Shruti Shekhar Goswami said that we had to appear before the court to do this program, as a result of which some days were wasted, despite that, we are conducting this program throughout the state. After that, this chariot will proceed towards Malda through Dhubulia. Basically, our program is to honour the self-sacrifice of freedom fighters and to make the youth of the country aware, because martyr, Khudiram Bose said I am not afraid to die because I am wearing Gita, to spread this message of Khudiram Bose across the country, and to honour and protect Mother India. Parishad has been working since Janma Lagna, our program is to highlight these things to people. Bajrang Dal, numerous locals of Vishwa Hindu Parishad, district-level leadership, activist supporters and saints are also seen participating in this program of the day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights