মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা, পর্তুগালের পোশাকি কালারে সাজানো হয়েছে ডিএসএ স্টেডিয়াম


মালদা, ২৯ আগস্ট । আর মাত্র হাতে গুনে দেড় মাস। তারপরেই কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এরই মধ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা, পর্তুগালের পোশাকি কালারে সাজানো হয়েছে ডিএসএ স্টেডিয়াম । যেখানে প্রতিদিন সেইসব দলের সমর্থকেরা গ্যালারিতে বসে জায়েন্ট স্কিনের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ দেখে চরম উৎসাহ উপভোগ করবে। রাজ্য ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে ঢেলে সাজানো হয়েছে মালদার ডিএসএ ময়দানকে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে সাজানো হয়েছে ডিএসএম মাঠের গ্যালারি গুলি। যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা , পর্তুগাল- এর মতো বেশকিছু খ্যাতনামা দেশের পোশাকি কালারের রূপ নিয়ে আসা হয়েছে। এতেই উৎসাহ বাড়ছে ফুটবলপ্রেমীদের। জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য জানিয়েছেন , নভেম্বরে বিশ্বকাপের শুরু হবে কাতারে। আর তা আমরা জায়েন্ট স্কিনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার মাঠে দেখানোর ব্যবস্থা করবো। ফুটবলে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পোশাকি কালারের গ্যালারি রং করা হয়েছে। সেখানে সেইসব দলের সমর্থকরা বসে তাদের দলকে সমর্থন জানাবে।

Malda, August 29. And just a month and a half in hand. After that, the Football World Cup is being held in Qatar. In the meantime, the DSA Stadium has been decorated with the costumes of Brazil-Argentina and Portugal at the initiative of The Malda District Sports Association. Where every day the fans of those teams will sit in the gallery and enjoy the extreme enthusiasm of watching the Football World Cup through giant skin. The DSA Maidan in Malda has already been renovated in collaboration with the state sports department. Among them, the galleries of the DSM field have been arranged in a significant way. Where the costumes of several famous countries like Brazil-Argentina, Portugal have been brought in the form of color. This is increasing the enthusiasm of football fans. A member of the district sports association said that the World Cup will start in Qatar in November. And we will make arrangements to show it on the field of the District Sports Association through giant skin. The gallery of the costumes of different countries participating in football has been painted in color. The supporters of those parties will sit there and support their team.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights