আবারো একবার রাস্তার বেহাল দশার কারণে করণদীঘিতে দুর্দশাগ্রস্থ সাধারণ মানুষ


করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়া: এর আগেও আমরা বহুবার শুনেছি করণদিঘিতে রাস্তার বেহাল অবস্থার কথা। এই ঘটনার কথা আমার আগেই জেনেছিল। তেমনি বেশ কিছু ছবি ফুটে উঠলো আবারো একবার। রাস্তার অবস্থা খুবই খারাপ এমনকি নেই নিকাশী নালা ব্যবস্থাও। বৃষ্টির কারণে হাঁটু জল জমে আবার নোংরা জলের সাথেও মিশছে। ফলতঃ পথ চলতি মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উত্তর দিনাজপুরের করণদীঘি ব্লকের দোমোহোনাতে আবারো মানুষের এই সমস্যার ছবি ফুটে উঠলো শিল্পনীড়ের ক্যামেরায়। গোপালপুর হলদিবাড়ী থেকে বাজারগাঁও যাওয়ার জন্য যে সড়ক ব্যবহার করা হয়, সেই সড়কেও তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা, ডালখোলা ১ পঞ্চায়েতের ভগবানপুর সহ বিভিন্ন জায়গার একই ছবি। শুধু কি তাই? করণদিঘী ব্লকের বিভিন্ন জায়গাতে এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ফলতঃ বারবার প্রশ্ন উঠছে কি করছে প্রশাসন?

Karandighi: Mohammad Zakaria: We have heard many times before about the bad condition of roads in Karandighi. I already knew about this incident. Similarly, several pictures emerged once again. The condition of the road is very bad and there is no drainage system. Due to the rain, knee water accumulates and also mixes with dirty water. As a result, the people on the way have to face various problems. In Domohona of Karandighi block of North Dinajpur, the picture of this problem of people again appeared on Shilpaneer’s camera. The road which is used to go from Gopalpur Haldibari to Bazargaon has also got huge potholes. Similar pictures from various places including Kantirpa in Domohana Panchayat, and Bhagwanpur in Dalkhola 1 Panchayat. Just what? This same picture can be seen in different places in the Karandighi block. As a result, the question is repeatedly raised, what is the administration doing?

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights