নবদ্বীপে শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সোমবার অনুষ্ঠিত হলো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দ্বারা অক্ষত প্রসাদ বিতরণের শুভ সূচনা।


গোপাল বিশ্বাস, নদীয়া – সমগ্র দেশ জুড়ে সোরগোল ফেলে দিয়েছে অযোধ্যার রাম মন্দির ও তার আনুষ্ঠানিক সূচনা নিয়ে। যা নিয়ে সমগ্র দেশ জুড়ে চলছে নানা বিতর্কও।পাশাপাশি আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে শুভ সূচনা হতে চলছে, যা নিয়ে শুধু অযোগ্য নয় পাশাপাশি দেশ ও রাজ্য ব্যাপী রাম ভক্ত দের মধ্যেও দেখা মিলছে বাড়তি উম্নাদনা। আর আগামী ২২শে জানুয়ারি সমগ্র দেশের পাশাপাশি চৈতন্য নগরী নবদ্বীপ ধামেও সকলের বাড়ি তথা ঘরে ঘরে ও বাড়ির পার্শ্ববর্তী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বোলনের আহ্বান ও অযোধ্যায় যাবার নিমন্ত্রণ বার্তা সহ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দ্বারা অক্ষত প্রসাদ বিতরণের শুভ সূচনার জন্য শহর জুড়ে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এর উদ্যোগে। সোমবার বিকেল আনুমানিক সারে চারটে শহরের উত্তরাঞ্চল রানীর চড়া এলাকার শ্রী হরি সৎসঙ্গ ( রাম মন্দির) থেকে এই শোভাযাত্রা শুরু হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেঘরীপাড়া রেলওয়ে রিক্রিয়েশন মাঠে শেষ হয় এদিনের কর্মসূচী প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদের নদীয়া উত্তরের সভাপতি শ্রুতিসেখর গোস্বামী জানান মূলত শহর বাসীকে রাম মন্দিরের সূচনার নিমন্ত্রণ বার্তা ও ২২শে জানুয়ারি সকলের ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে এই মহতি অনুষ্ঠানের শাক্ষি থাকার আহ্বান জানানো হচ্ছে, পাশাপাশি তিনি আরও জানান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দ্বারা অক্ষত প্রসাদ বিতরণ কর্মসূচীও এদিন থেকে সূচনা হলো যা চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবদ্বীপ শহরেের বিভিন্ন ধর্মীয় সংগঠনের বহু বিশিষ্ট ব্যাক্তি, সাধু-সন্ত সহ অসংখ্য শহর বাসী ও রাম ভক্ত তথা রাম অনুরাগী।

Gopal Biswas, Nadia – The Ram Mandir in Ayodhya and its formal inauguration have created a stir across the country. There are many controversies going on all over the country. Besides, the newly constructed Ram temple in Ayodhya is going to be inaugurated on January 22, which is not only unworthy, but there is also increased enthusiasm among Ram devotees across the country and state. And on January 22nd, Sri Ram Janmabhoomi Thirt Kshetra organized a colorful procession across the city to mark the auspicious beginning of the distribution of Akshat Prasad by Sri Ram Janm Bhoomi Thirt Kshetra along with the entire country as well as in Chaitanya Nagar Nabadwip Dham with the call to light lamps in every house and in the temples around the house and with the message of invitation to go to Ayodhya. In its initiative. This procession started from Shri Hari Satsang (Ram Temple) in Uttaranchal Rani Chara area of ​​Surrey Charate city on Monday afternoon, and ended at Teghripara Railway Recreation Ground after circling the various roads of the city. Regarding the program of the day, the President of Vishwa Hindu Parishad Nadia North Srutisekhar Goswami told the people of the city that the Ram Temple In the opening invitation message and lighting of lamps in every house on January 22, everyone is invited to witness this great event, he also said that the Akshat Prasad distribution program by Sriram Janmabhoomi Tirtha Kshetra has also started from this day and will continue till January 15. In this program of the day, many prominent people of various religious organizations of Nabadwip city, many city dwellers including saints and Ram devotees and Ram fans were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights